পুতিন-ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতি ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা

১৫ মার্চ ২০২৫,১ চৈত্র ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

Mar 15, 2025 - 08:44
 0  8
পুতিন-ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতি ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা
ছবি:রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ‘ফলপ্রসূ’ আলোচনার পর ইউক্রেন যুদ্ধের সমাপ্তির ‘অত্যন্ত ভালো সম্ভাবনা’ রয়েছে। শুক্রবার (১৪ মার্চ) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে এই কথা বলেন। তিনি আরও বলেন, তিনি পুতিনকে অনুরোধ করেছেন যেন ঘেরাওয়ে থাকা ইউক্রেনীয় সেনাদের জীবন রক্ষা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক গোপন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মস্কোতে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের দীর্ঘ বৈঠক হয়েছে। তবে ট্রাম্পের পোস্টে এটা স্পষ্ট করা হয়নি যে তিনি সরাসরি পুতিনের সঙ্গে কথা বলেছেন কি না। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন উইটকফের মাধ্যমে ট্রাম্পকে কিছু ‘সংকেত’ পাঠিয়েছেন। তিনি বলেন, উইটকফ ট্রাম্পকে ব্রিফিং দেওয়ার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোনিক আলোচনার সময় নির্ধারণ করা হবে। 

ট্রাম্প বলেছেন, তিনি চান মস্কো ও কিয়েভ দ্রুত একটি যুদ্ধবিরতিতে সম্মত হোক। তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে এবং ইতোমধ্যে উভয় পক্ষের অনেক প্রাণহানি ঘটেছে। 

এই আলোচনা এবং যুদ্ধবিরতি প্রস্তাব ইউক্রেন সংকটের সমাধানে কতটা ভূমিকা রাখবে, তা এখনও অনিশ্চিত। তবে আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে, এই উদ্যোগ শান্তি প্রতিষ্ঠার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow