এনজিও কর্মীদের হাত থেকে গৃহ পালিত 'গাভী' ও ছাড় পেল না

চরফ্যাশন উপজেলা (বিশেষ প্রতিনিধি)

Sep 22, 2024 - 02:22
Sep 22, 2024 - 02:29
 0  9
এনজিও কর্মীদের হাত থেকে গৃহ পালিত 'গাভী' ও ছাড় পেল না

ভোলার চরফ্যাশনে এনজিওর টাকা দিতে না পারায় গৃহকর্মীর গরু নিয়ে যায় গ্রামীন উন্নয়ন সংস্থার মাঠকর্মীরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চরমানিকা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম বলেন, সম্প্রতি দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। সপ্তাহে তিনি ২ হাজার ৫০০ টাকা করে কিস্তি দিতে হয়। এভাবে তিনি ১৩ টি কিস্তি পরিশোধ করেন। বর্তমানে দেশের প্রেক্ষাপটের কারণে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় এনজিওর মাঠকর্মীরা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম শনিবার বিকালে তার গোয়ালঘর থেকে একটি গাভী গরু নিয়ে যায়। সে সময় ভুক্তভোগীরা গরুটি নিতে নিষেধ করলেও তারা তা শুনেননি। গাভীটির ছোট্ট একটি বাছুর রয়েছে।

ভুক্তভোগী কুলসুম খুবই অসহায় ফ্যামিলির মেয়ে। কোনরকমে তাদের সংসার চলে। কুলসুম বলেন, আমি তাদেরকে বলেছি যেভাবেই হোক আমি তাদের টাকা পরিশোধ করব কিন্তু তারা আমার কথা পাত্তা না দিয়ে গাভী‌টি নিয়ে যায়

স্থানীয় ইউপি সদস্য ছালাউদ্দিন মুন্সি ‌ক্ষোভ প্রকাশ করে বলেন, এনজিওর টাকা দিতে না পারায় গোয়ালঘর থেকে একটি গরু ছিনিয়ে নেওয়া খুবই অমানবিক। আইনিভাবে এটা করতে পারে না। খুব দ্রুত তদন্ত করে এনজিওটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

গাভী নেওয়ার কথা স্বীকার করে সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম ও ম্যানেজার মো. শামীম বলেন, "কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু নিয়ে আসছি।"

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, অভিযোগ পেলে এ বিষয়ে আমরা আইনিভাবে ব্যবস্থা নেব।

আনোয়ার উল্লাহ শরীফ/জনগণের কন্ঠ.কম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow