অবশেষে দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ৩ হাজার মেট্রিক টন ইলিশ
তাওহিদুজ্জামান রোমান, বার্তা সম্পাদক: সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়। আদেশটি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত।
আদেশে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের ভিত্তিতে নির্দিষ্ট শর্ত পূরণের সাপেক্ষে এই রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। যারা ইলিশ রপ্তানিতে আগ্রহী, তাদের আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জমা দিতে বলা হয়েছে। এর পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তবে যারা আগে থেকেই আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
প্রসঙ্গত, এর আগে দেশের অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে দুর্গাপূজার বিশেষ উপলক্ষ্যে এই সিদ্ধান্ত শিথিল করা হয়েছে, যা দুই দেশের মধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
What's Your Reaction?