সিরাতুন্নবী উপলক্ষে "ফ্যাশন স্কয়ারে" সাংস্কৃতিক সন্ধ্যা
মোঃ আনোয়ার উল্লাহ (শরিফ)
বিশেষ প্রতিনিধি চরফ্যাশন উপজেলা
ভোলার চরফ্যাশন ফ্যাসন স্কয়ারে (২৩ সেপ্টেম্বর) সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা জামাতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সূরা ও কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগরীর আমীর জনাব অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মজলিসের সুরা ও কর্ম পরিষদ সদস্য, ভোলা জেলার আমীর, জনাব আলহাজ্ব মো: জাকির হোসাইন ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও জেলা সেক্রেটারি কাজী মাওলানা মোঃ হারুনুর রশিদ প্রমুখ।
আয়োজকদের ভাষ্যমতে, বিকেল ৩টায় সিরাতুন্নবী ( সা. ) উপলক্ষে আলোচনা সভা আরম্ভ হবে। সন্ধ্যা (৬.৩০ মিনিট) থাকবে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। এতে প্রধান আকর্ষণ,জনপ্রিয় সুরকার ও মিডিয়া ব্যক্তিত্ব শিল্পী এডভোকেট রোকুনুজ্জামান। এ ছাড়াও ভোলার দীপাঞ্চল ও আলহেরা শিল্পীগোষ্ঠির শিল্পীরা হামদ ও নাতে রাসূল (সা.) পরিবেশন করবেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের পক্ষ থেকে দলীয় সকল নেতা কর্মীসহ জনসাধারণকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
জনগণের কন্ঠ.কম
What's Your Reaction?