শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বারমারী ফাতেমা রাণীর তীর্থ উৎসব ২০২৪

বারমারী ফাতেমা রাণীর তীর্থ উৎসব ২০২৪: খ্রিস্টীয় ভক্তি ও প্রার্থনার এক মহা সমাবেশ

Sep 24, 2024 - 12:27
Sep 24, 2024 - 14:43
 0  102
শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বারমারী ফাতেমা রাণীর তীর্থ উৎসব ২০২৪

তাওহিদুজ্জামান রোমান, বার্তা সম্পাদক: খ্রিস্টান বিশ্বাসের গভীরতা, মা মারীয়ার প্রতি ভক্তি ও আধ্যাত্মিক জীবনে প্রার্থনার গুরুত্বের প্রতীক, বারমারী ফাতেমা রাণীর তীর্থ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহ ধর্মপ্রদেশের বারমারী ধর্মপল্লীতে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর। প্রতি বছরের মতো, এই আয়োজনে খ্রিস্টান ভক্তরা মা মারীয়ার আশীর্বাদ লাভ এবং খ্রিস্টীয় প্রার্থনার মাধ্যমে নিজেদের আধ্যাত্মিক জীবনকে পরিপূর্ণ করবেন। 

এ বছরের তীর্থের মূল সুর: “প্রার্থনার প্রেরণা ফাতেমার রাণী মা মারীয়া: যে পরিবার একত্রে প্রার্থনা করে, সে পরিবার একত্রে বাস করে।” এই প্রতিপাদ্যটি পরিবারে প্রার্থনার শক্তি ও একতার গুরুত্বকে তুলে ধরেছে। মা মারীয়ার আশীর্বাদ লাভ এবং খ্রিস্টীয় প্রার্থনার মাধ্যমে বিশ্বাসীরা পরিবারে একতা, শান্তি, ও পরিত্রাণ লাভের জন্য তীর্থে সমবেত হবেন। সম্মানিত ফাদার তরুণ বনোয়ারীর নেতৃত্বে, উৎসবটি ভক্তিপূর্ণ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হবে। 

বিশ্বব্যাপী খ্রিস্টানদের একত্রিত হওয়ার স্থান: এ উৎসবটি সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য উন্মুক্ত। ভক্তরা তাদের পরিবার ও প্রিয়জনদের নিয়ে এখানে এসে প্রার্থনা ও আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তবে উৎসবটি সকলের জন্য উন্মুক্ত নয়—শুধুমাত্র নিবেদিত খ্রিস্টান ভক্তরাই এখানে অংশগ্রহণের সুযোগ পাবেন।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা: তীর্থ উৎসবটি অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে পরিচালিত হবে। আয়োজক কমিটি এবং নিরাপত্তা বাহিনী তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। প্রার্থনার পরিবেশ এবং উৎসবের শৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত সবার প্রতি সহযোগিতামূলক আচরণ ও নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ধর্মীয় আচার ও অনুষ্ঠানসূচী: তীর্থ উৎসবে পাপস্বীকার, পবিত্র খ্রীষ্টযাগ, জপমালার আলোর শোভাযাত্রা, এবং সাক্রামেন্টের আরাধনা ও নিরাময় অনুষ্ঠানসহ নানা আধ্যাত্মিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এছাড়াও মহাখ্রীষ্টযাগ ও জীবন্ত ক্রুশের পথের মতো বিশেষ আচার-অনুষ্ঠান ভক্তদের খ্রীষ্টীয় জীবনে প্রার্থনার শক্তি ও বিশ্বাসের গভীরতা আরও মজবুত করবে।

অনুষ্ঠানসূচী:

অক্টোবর ৩১, ২০২৪
পাপস্বীকার: ২:০০ মি.
পবিত্র খ্রীষ্টযাগ: ৪:০০ মি.
জপমালার আলোর শোভাযাত্রা: ৮:০০ মি.
সাক্রামেন্টের আরাধনা ও নিরাময় অনুষ্ঠান: ১১:৩০ মি.  

নভেম্বর ০১, ২০২৪
জীবন্ত ক্রুশের পথ: ৮:০০ মি.
মহাখ্রীষ্টযাগ: ১০:০০ মি.

মা মারীয়ার আশীর্বাদ লাভে সমৃদ্ধ হতে এবং খ্রিস্টীয় বিশ্বাসের এই বিশেষ আয়োজনে ভক্তিপূর্ণ অংশগ্রহণের জন্য সারা বিশ্বের খ্রিস্টান ভক্তদের সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow