কক্সবাজার সিটি কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
শহীদুল ইসলাম (কক্সবাজার জেলা প্রতিনিধি)
কক্সবাজার সিটি কলেজে প্রাণ রসায়ন বিভাগের ১৮-১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও সম্মান প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণরসায়ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান শারায়াত পারভীন লুবনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ ক্যা থিং অং , যিনি শিক্ষার্থীদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদিক । এ ছাড়া প্রাণরসায়ন বিভাগের লেকচারার কামরুন্নাহার, ইফসিতা চক্রবর্তী , মিজবাহ উদ্দীন , গোলাম মুস্তফা মিটু ,ইজাজুর রহমান হিমু এবং শহীদুল আলম উপস্থিত ছিলেন। পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জিয়াবুন্নেছা এবং জাহাঙ্গীর আলমও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, যাঁরা নবীনদের স্বাগত জানিয়ে এবং বিদায়ী শিক্ষার্থীদের সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন। শিক্ষকদের বক্তব্যে শিক্ষার্থীদের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার প্রেরণা এবং তাদের শিক্ষাজীবনকে আরও ফলপ্রসূ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি উদযাপন করে, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
সঞ্চালনায় ছিলেন ১৯-২০ ব্যাচের সাজিয়া আফরিন সাইমা এবং রাসেল তালুকদার, যাদের প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সফল ও আনন্দময়।
জনগণের কন্ঠ.কম
What's Your Reaction?