নালিতাবাড়ীতে ভয়াবহ বন্যা: নন্নীর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান রিটন
তাওহিদুজ্জামান রোমান
সম্পাদক, জনগণের কন্ঠ.কম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় প্লাবিত গ্রামের পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে, তবে এখানকার মানুষের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।
নন্নী ইউনিয়নের প্লাবিত গ্রামগুলোতে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম মাহবুবুর রহমান রিটন ৫ অক্টোবর শনিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে বের হন। তিনি কদমতলী, আমলাতলী, মাইটাল, এবং নিশ্চিন্তপুর কাচিমৌসহ অন্যান্য প্লাবিত গ্রামগুলোতে গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাহস দিতে রিটন বলেন, “আপনাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা পূরণ করার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি। আমি নিজেও ক্ষতিগ্রস্ত। তবে, এই বিপদের দিনে আপনাদের পাশে এসে নিজেকে কিছুটা স্বস্তি দিতে পারছি। যদি কারো থাকা-খাওয়ার সমস্যা হয়, আমার বাড়িতে চলে আসুন। সেখানে আরও অনেকেই আছেন, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো।”
অর্থনৈতিক সহযোগিতা বিতরণের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, “কেউ তো আমাদের এ দুরবস্থার খবর নেয় না। ফোন করলেও কেউ ফোন ধরেনি। আপনি এসেছেন, যেটুকু নিয়ে এসেছেন, তাতেই আমরা খুশি। আল্লাহ আপনাকে ভালো করুক।”
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান রিটন বলেন, “সীমান্তের ওপার থেকে হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢলের পানি গত ৫০-৬০ বছরে এলাকার মানুষ দেখেনি। এ কারণে কেউ প্রস্তুতি নিতে পারেনি, ফলে ক্ষতিগ্রস্তদের সংখ্যা বেড়েছে। আমি প্রশাসনসহ এলাকার বিত্তবানদের কাছে অনুরোধ করছি, এই বিপদের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আল্লাহ সবাইকে ধৈর্যধারণের তাওফিক দিন এবং সুরক্ষা করুন। (আমিন)”
রিটনের এই উদ্যোগ মানুষের মধ্যে সহযোগিতার মানসিকতা বৃদ্ধি করবে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য নতুন উদ্দীপনা সৃষ্টি করবে, এমন আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।
What's Your Reaction?