নালিতাবাড়ীতে নয়াবিল ইউনিয়ন ছাত্রদলের ক্রিকেট ফাইনাল, প্রধান অতিথি আবু সুফিয়ান

তাওহিদুজ্জামান রোমান
শেরপুর জেলা প্রতিনিধি | জনগণের কন্ঠ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত "ছাত্রদল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫" এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) নয়াবিল ইউনিয়নের নিয়ন মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপনী আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জনাব আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. মোক্তার হোসেন ও সদস্য সচিব মো. সোহেল রানা বাচ্চু, আন্ধারুপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজমত আলী ও সহকারী প্রধান শিক্ষক মো. রাজ মাহমুদ বিএসসি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, “ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, এটি তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক, আর এ আয়োজন তারই প্রমাণ।”
তিনি আরো বলেন, “যেখানে খেলাধুলা আছে, সেখানে বিভ্রান্তি ও অবক্ষয়ের জায়গা নেই। আমি চাই, দেশের প্রতিটি ইউনিয়নে এমন উদ্যোগ হোক, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে পারে।”
নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, “নয়াবিল ইউনিয়নে আজকের এই আয়োজন প্রমাণ করে, আমাদের তরুণরা সঠিক দিকনির্দেশনা পেলে তারা সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। আমি এ ধরনের উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।”
তিনি আরো বলেন, “যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট শুধু বিনোদন নয়, এটি সামাজিক পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসেবেও কাজ করবে।”
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়াবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন বুলবুল এবং সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার কায়েছ।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদক ও অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। স্থানীয় যুবসমাজের অংশগ্রহণে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে ওঠে।
What's Your Reaction?






