শেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি স্থগিত
শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপি’র নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলে ঘোষণা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা জানানো হয়।
এর আগে, গেল বছরের ৪ নভেম্বর (সোমবার) বিকেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত ওই কমিটিতে আহ্বায়ক করা হয় বিলুপ্ত জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলীকে। যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে এবং সদস্য সচিব করা হয় আব্দুল আওয়াল চৌধুরীকে।
২ জানুয়ারির ঘোষণার মাধ্যমে এই কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। ফলে আংশিক গঠিত ওই আহ্বায়ক কমিটি দুই মাসও পার করতে পারল না। পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার পরিবর্তে আংশিক কমিটি স্থগিত হওয়ায় জেলা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে।
What's Your Reaction?