আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা

তাওহিদুজ্জামান রোমান
শেরপুর জেলা প্রতিনিধি | জনগণের কন্ঠ
১ মে: “দুনিয়ার মজদুর এক হও”—এই যুগান্তকারী স্লোগান ধারণ করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২ নং নন্নী ইউনিয়নে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
নন্নী ইউনিয়ন শ্রমিক দল-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. মোফাজ্জল হোসেন, সিনিয়র সহ-সভাপতি, নালিতাবাড়ী উপজেলা শ্রমিক দল এবং সভাপতি, নন্নী ইউনিয়ন শ্রমিক দল।
প্রধান অতিথির বক্তব্য দেন মো. রুহুল আমিন, সভাপতি, নন্নী ইউনিয়ন বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল্লাহ মেম্বার, সাধারণ সম্পাদক, নন্নী ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মো. আরিফুর রহমান (কামাল), নন্নী ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী রাসেল সরকার, রাজমিস্ত্রি শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ ও বিএনপি নেতা মো. আব্দুল আউয়াল।
সভাটি সঞ্চালনা করেন মো. মোখলেছুর রহমান।
বক্তারা বলেন, “১৮৮৬ সালের শিকাগো শহরে শ্রমিকরা জীবন দিয়ে অধিকার আদায়ের ইতিহাস সৃষ্টি করেছিলেন। সেই ঐতিহাসিক প্রেরণায় আমাদেরও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে।”
তারা আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্র, রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও শ্রমিকদের সম্মান জানাতে তারা দিবসটি শ্রদ্ধার সঙ্গে পালন করেছেন এবং ভবিষ্যতেও শ্রমজীবী মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
What's Your Reaction?






