নালিতাবাড়ী প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ইমন-দীঘি
তাওহিদুজ্জামান রোমান
সম্পাদক, জনগণের কন্ঠ.কম
সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে ‘নালিতাবাড়ী প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ পাইলট মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হকের ব্যক্তিগত প্রচেষ্টায় ২০২৪ সালে প্রতিষ্ঠিত সামিউল হক স্পোর্টস একাডেমি প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। প্রেসক্লাব নালিতাবাড়ীর মিডিয়া পার্টনারশিপে উদ্বোধনী অনুষ্ঠানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে অতিথিবৃন্দ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমীন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, টুর্নামেন্ট আয়োজক সামিউল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান তারা এবং স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন টেলিভিশনের নিয়মিত শিল্পীরা গান পরিবেশন করেন।
এ মাসের মাঝামাঝি সময়ে টুর্নামেন্ট শুরু হবে। এতে অংশ নেবে ১২টি ফুটবল দল। এর আগে গত ৩০ ডিসেম্বর টুর্নামেন্টের জার্সি ও ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
What's Your Reaction?