নালিতাবাড়ী সীমান্তে ৬৫০ বোতল ভারতীয় মদ জব্দ: গ্রেপ্তার ১

Jan 5, 2025 - 17:37
 0  19
নালিতাবাড়ী সীমান্তে ৬৫০ বোতল ভারতীয় মদ জব্দ: গ্রেপ্তার ১

তাওহিদুজ্জামান রোমান
সম্পাদক, জনগণের কন্ঠ.কম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৬৫০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ মো. ওয়াসিম (৩৩) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ওয়াসিম নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, নালিতাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ দল আন্ধারুপাড়া কালিস্থান আলোর ঘর স্কুলের সামনে অবস্থান নেয়। এ সময় ভারতীয় সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে আনা কার্টনে ভর্তি মদ বহন করা হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করে। তবে পুলিশ ৬৫০ বোতল মদসহ ওয়াসিমকে আটক করতে সক্ষম হয়। অন্য চোরাকারবারিরা পালিয়ে যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “গ্রেপ্তারকৃত ওয়াসিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow