হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছাত্রশিবিরের স্লোগান নিয়ে তুলকালাম।

হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছাত্রশিবিরের স্লোগান নিয়ে তুলকালাম।

Jan 5, 2025 - 21:17
 0  130
হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ছাত্রশিবিরের স্লোগান নিয়ে তুলকালাম।
সোশ্যাল মিডিয়ায় ছাত্রশিবিরের স্লোগান ।
কাজী মোঃ সালমান, ভোলা জেলা প্রতিনিধি।

আজ রবিবার রাত  ( ৫ জানুয়ারি) ৮.০০টায় থেকে হঠাৎ করে পুরো দেশ জুড়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৪ সালের সদস্য সম্মেলনে ঘোষিত একটি স্লোগান নিয়ে সাধারণ মানুষের মাঝে হৈচৈ পড়ে গেছে। 
গত ৩১ ডিসেম্বর ২০২৪ইং সালের সদস্য সম্মেলনে ইসলামি ছাত্রশিবিরের ২০২৫ সালের জন্য সভাপতি ( জাহিদুল ইসলাম) ও সেক্রেটারি (নরুল ইসলাম সাদ্দাম)  ঘোষণা করা হয়। এতে তারা আগামীদিনে দলের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন সহ নতুন বছরের জন্য কিছু  স্লোগান কে নিজেদের জন্য ঘোষণা করেন। যাহা অনুসরণে তাদের আগামী দিনের পথচলা সুগম হবে বলে নেতাকর্মীরা বিশ্বাস করেন। 
যে স্লোগানটি নিয়ে আজ মিডিয়ায় সকলের মাঝে তুলকালাম তা হলো " সংগ্রাম আর সাহসী জীবন, সততায় ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে, নতুন উজ্জীবন। এবং এতে সকলকে স্লোগানের পাশাপাশি দুইটি হ্যাশট্যাগ (#CMC24  ও   #Chhatrashibir) ব্যবহার করতে দেখা গেছে। 
স্লোগানটির ব্যাখ্যায় ছাত্রশিবিরের নেতাকর্মীরা বলেন, নিজের জীবনের উন্নতির পাশাপাশি দেশের জন্য কিছু করতে হলে সংগ্রাম করে যেতে হবে কিন্তু তা হতে হবে সাহসের সাথে। দেশের ছাত্র সমাজ যখন সততা ও জ্ঞানের সমন্বয় করতে পারবে তখনই দেশের মানুষ পাবে একটি সুশাসন ভিত্তিক রাষ্ট্র। সর্বোপরি তারা একটি সুন্দর দেশ উপহার দেওয়ার প্রচেষ্টায় নিজেদের কে সর্বদাই নিয়োজিত রাখবে বলে জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow