সাতক্ষীরার তালায় মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত, ৬৫টি স্মার্টফোন চুরি হয়েছে

তালা উপজেলার দত্ত টেলিকমে মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত, ৬৫টি স্মার্টফোন চুরি

Jan 6, 2025 - 15:10
 0  10
সাতক্ষীরার তালায় মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত, ৬৫টি স্মার্টফোন চুরি হয়েছে

হৃদয় আহমেদ রাসেল (সাতক্ষীরা জেলা প্রতিনিধি): 

সাতক্ষীরার তালা বাজারে দত্ত মোবাইল এ্যান্ড ইলেক্ট্রনিক্স এর দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের এসময় বিভিন্ন কোম্পানীর প্রায় ৬৫টি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। সোমবার (৬ জানুয়ারী) ভোর ৬ টায় এ ঘটনা ঘটে।
দত্ত মোবাইল এ্যান্ড ইলেক্ট্রনিক্স সত্তাধিকারী প্রশান্ত দত্ত জানান, আজ সকাল ৯ টায় দোকান খোলার সময় সাটারের তালা ভাঙ্গা দেখতে পাই। দোকানের ভিতরে ঢুকে দেখি দোকানের পূর্ব পাশের তাকে রাখা বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫টি দামী স্মার্টফোট নাই। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। এরপর আশাপাশের বিভিন্ন দোকানের সিসি ক্যামেরা চেক করে দেখা যায় ভোর ৬ টাকা থেকে ৭ টা পর্যন্ত ৫ সদস্য’র একটি চোর চক্র চুরি করে পালিয়ে যায়। এসময় দুই জন চোর ভিতরে প্রবেশ করে এবং অন্য তিন জন বাইরে ডিউটি করছিলো।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, বাজারে মোবাইলের দোকানে চুরির ঘটনা শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোর চক্র আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow