নালিতাবাড়ী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৬ আসামী গ্রেপ্তার

Jan 11, 2025 - 14:27
Jan 11, 2025 - 15:34
 0  28
নালিতাবাড়ী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৬ আসামী গ্রেপ্তার

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত ২৪ ঘণ্টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্তসহ ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ১ জন সিআর সাজা পরোয়ানাভূক্ত, ২ জন সিআর ওয়ারেন্ট মূলে এবং ৩ জন জিআর ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন নালিতাবাড়ী উপজেলার উত্তর গড়কান্দা এলাকার মজিবর রহমানের ছেলে সাজাপ্রাপ্ত আসামী মাসুদ রানা, ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার হওয়া শিমুলতলা এলাকার সাইদুল হকের ছেলে আব্দুর রহমান, নিশ্চিন্তপুর (মাইটাল) গ্রামের মৃত আস্কর আলীর ছেলে গফুর আলী, দক্ষিণ বনকুড়া গ্রামের শরীফ উদ্দীনের ছেলে হযরত আলী, নিজপাড়া এলাকার রফিজ উদ্দিনের ছেলে হাসেম আলী এবং উত্তর কোন্নগর এলাকার মৃত শাজাহান বাদশার ছেলে আব্দুল মান্নান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, "শেরপুর জেলার মাননীয় পুলিশ সুপার স্যারের দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনায় গত ২৪ ঘণ্টায় নালিতাবাড়ী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ৬ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow