শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) শহরের উৎসব কমিউনিটি সেন্টারে সাধারণ সভায় কমিটি গঠন করা হয়।
শেরপুর জেলার ওইডিআরএর সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. ফজলে আজীম পারভেজ এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ডা. মো.শফিকুল ইসলামের সঞ্চালনায় শেরপুর জেলার বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের সুনামধন্য ব্যবসায়ী, সাবেক চেয়ারম্যান, অডিট কমিটি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও (IBWF) এর কেন্দ্রীয় সভাপতি, মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক জামালী, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান, শেরপুর জেলার উপদেষ্টা মো. হাফিজুর রহমান, ময়মনসিংহ জোনের সেক্রেটারি মাহবুবুর রহমান আকন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন- দেশের অর্থনীতি কে গতিশীল করতে সকল সেক্টরে নিজ নিজ যায়গা থেকে উদ্দোক্তা হতে হবে। আঞ্চলিক ছোট ছোট শিল্পের ব্যাপক বিস্তার লাভ করাতে হবে। আমরা মুসলমান, মুসলিম জাতি হিসেবে আমাদের সকল ব্যবসা মানবতার কল্যাণে নিয়োজিত করতে হবে। রাসুল সা.এর সুন্নাত অনুযায়ী গ্রাহকের প্রকৃতি হক বুঝিয়ে দিতে হবে এবং বিক্রিত মাল ফেরত নিতে নেওয়ার আহবান জানান এবং নতুন সেশনের শেরপুর জেলার প্রতি ব্যবসায়ীর কাছে ইসলামী ব্যবসায়ী নীতি উপস্থাপনের আহবান জানান।
ময়মনসিংহ জোন সেক্রেটারি মাহবুবুর রহমান আকন্দ ২০২৫ সেশনের জন্য শেরপুর জেলা কমিটির নাম ঘোষণা করেন-
সভাপতি: মো. ফজলে আজীম পারভেজ
সহ সভাপতি: সামছুল আলম সৌদাগর
সহ সভাপতি: মাহমুদুল হাসান শাহীন
সেক্রেটারি: ডা. মো. শফিকুল ইসলাম
সহকারী সেক্রেটারি: মো. জাহিদ হাসান
সাংগঠনিক সম্পাদক: মো. মাসুদুল ইসলাম
সহ সাংগঠনিক সম্পাদক: মো. আতিকুল আলম
কোষাধ্যক্ষ: মো. রেজাউল করিম
দপ্তর সম্পাদক: আলহাজ্ব হাসানুজ্জামান
প্রচার ও মিডিয়া সম্পাদক: আব্দুর রাজ্জাক
সমাজ কল্যাণ সম্পাদক: রেজাউল করিম
সহ সমাজ কল্যাণ সম্পাদক: আব্দুর রউফ
উক্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যে ৩১ সদস্য জেলা কমিটি ও উপজেলা কমিটি নিশ্চিত করার আহবান জানান।
কমিটি সম্পর্কে তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া ৷
What's Your Reaction?