দুধে পানি মিশিয়ে বিক্রি,স্যানিটারীর অভিযান

Mar 11, 2025 - 19:00
Mar 11, 2025 - 19:02
 0  6

গাজীপুর শ্রীপুরে একজন দুধ ব্যবসায়ী,দুধে পানি মিশিয়ে বিক্রি করে।এই অভিযোগের প্রেক্ষিতে স্যানিটারি অভিযান পরিচালনা করে প্রশাসন।

অভিযুক্ত দুধ ব্যবসায়ীর দুধে পানির অস্তিত্ব পাওয়া যায়। ল্যাক্টোমিটারের সাহায্যে সেনটেরি অভিযানে দুধওয়ালার দুধ ভেজাল প্রমাণিত হয়। শাস্তি স্বরূপ দুধওয়ালার সকল দুধ রাস্তায় ঢেলে দেওয়া হয় ।

পরবর্তী সময়ে আর কখনো এমন ভেজাল দুধ বিক্রি করবে না এই প্রতিশ্রুতিতে আজকের মত তার বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow