আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৪ জনের লাশ উত্তোলন।

আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৪ জনের লাশ উত্তোলন।

Feb 2, 2025 - 10:01
Feb 2, 2025 - 18:09
 0  7
আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৪ জনের লাশ উত্তোলন।

জনগণের কণ্ঠ প্রতিনিধি: সাভার, ঢাকা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় নিহত ব্যক্তিদের মধ্যে চার জনের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত ও পরিচয় নিশ্চিতের জন্য ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। আশুলিয়ার পৃথক তিনটি স্থান থেকে এসব লাশ তোলা হয়।

একটি লাশের পরিচয় নিশ্চিত হতে কবর থেকে তোলা দুটি লাশের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। লাশ উত্তোলনের পর রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন সময়ে আশুলিয়ার চাড়ালপাড়া এলাকার কবরস্থান থেকে জাহিদুল ইসলাম (২৮), ভাদাইল এলাকার পবনারটেক কবরস্থান থেকে আশরাফুল ইসলাম (৩০) এবং বগাবাড়ির আমবাগান এলাকার কবরস্থান থেকে দুটি লাশ তোলা হয়। এর মধ্যে একটি মরদেহ আবুল হোসেনের (৩৩) বলে দাবি করেছেন তাঁর স্ত্রী লাকী আক্তার।

আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে আশুলিয়া থানা–পুলিশ কবর থেকে এসব মরদেহ উত্তোলন করে।

নিহত মো. আশরাফুল ইসলামের ভাই মো. নাসির উদ্দিন বলেন, ‘গত বছরের ৫ আগস্ট দুপুরের খাবার না খেয়ে বাসা থেকে বের হয়ে যান আশরাফুল। পরে সে ছাত্র-জনতার মিছিলে যোগ দেন। রাত সাড়ে আটটার দিকে আশরাফুল গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পারেন তাঁর পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাইপাইল এলাকায় বেসরকারি হাবীব হাসপাতালের সামনে আশরাফুলের লাশ পান তাঁরা। পরদিন সকালে তাঁকে দাফন করা হয়। পরে এ ঘটনায় ৪১ জনকে আসামি করে মামলা করেছি।’

নিহত জাহিদুল ইসলামের ভাই আনোয়ারুল ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় বাইপাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান জাহিদুল। পরে তাঁকে আশুলিয়ার চাড়ালপাড়া এলাকার কবরস্থানে দাফন করা হয়।

এদিকে বগাবাড়ি আমবাগান এলাকার কবরস্থানে দাফন হওয়া দুটি মরদেহের একটি নিহত আবুল হোসেনের বলে দাবি করেন তাঁর স্ত্রী লাকী আক্তার। পরিচয় নিশ্চিত হতে ওই কবরস্থান থেকে দুটি লাশ তোলা হয়।

লাকী আক্তার জানান, গত ৫ আগস্ট আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন আবুল হোসেন। পরে আন্দোলনে অংশ নেওয়া অন্যরা জানিয়েছিলেন, আবুল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় ভ্যানে তোলা হয়েছে। এরপর বিভিন্ন হাসপাতালে খোঁজ নিলেও স্বামীর কোনো খোঁজ মেলেনি। কিছুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আশুলিয়া থানার সামনে একটি ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তিনি একটি মরদেহের পোশাক দেখে স্বামীর মরদেহ চিহ্নিত করেন। ৫ আগস্ট সকালে ওই পোশাক পরে বাসা থেকে বের হয়েছিলেন আবুল হোসেন।

লাকী আক্তার আরও জানান, খোঁজাখুজির একপর্যায়ে বগাবাড়ি এলাকার কবরস্থানে আন্দোলন নিহত দুজন ব্যক্তিকে যাঁরা কবর দিয়েছিলেন, তাঁরা একটি মরদেহের পরনের জামাকাপড়ের বর্ণনা দিলে সেটি আবুল হোসেনের পোশাকের সঙ্গে মিলে যায়। ডিএনএ পরীক্ষার মধ্য দিয়ে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আজ লাশ তোলা হয়।
মামলার আসামিদের চেনে না লাকি

আশুলিয়া থানায় লাকী আক্তারের দায়ের করা মামলার তথ্য অনুসারে, গত ৫ অক্টোবর ৩২ জনের নাম উল্লেখসহ আওয়ামী লীগ ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪–দলীয় জোট এবং অঙ্গসংগঠনের ৩০০-৪০০ নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন তিনি। ওই মামলার আসামিদের মধ্যে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলামসহ, গাজীপুর, ঢাকার কাফরুল ও আশুলিয়ার আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন সংগঠনের নেতারা রয়েছেন।
লাকী আক্তার বলেন, ‘আমি জানি না মামলার আসামি কয়জন। আমারে ছাত্ররা নিয়া মামলা করাইছে। আমারে কোনো কিছু পইড়া শুনায় নাই। আমি লেখাপড়া জানি না। আমারে যেখানে সাইন করতে বলছে, আমি সাইন করছি। আমি তাদের বলছিলাম ভিডিও ফুটেজে যাদের দেখা যায় তাদের নাম দিতে। ওনারা বলছিল ওনারা আসামিদের চেনে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিক বলেন, গত বছরের ৫ আগস্ট আশুলিয়া এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় আশুলিয়া থানায় কিছু হত্যা মামলা হয়েছে। ওই সময় নিহতের মরদেহ ময়নাতদন্ত ও সুরতহাল ছাড়াই দাফন করা হয়েছে। আদালতের নির্দেশে লাশ তোলার পর লাশের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। একটি মরদেহের পরিচয় নিশ্চিত হতে বগাবাড়ির আমবাগান এলাকার কবরস্থান থেকে দুটি লাশ তোলা হয়।

আশুলিয়ায় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার বলেন, আদালতের আদেশ অনুসারে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে কবর থেকে চারটি লাশ উত্তোলন করা হয়েছে। এর মধ্যে দুটি কবর নিহতের পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। অজ্ঞাত হিসেবে তোলা দুটি লাশের একটি এক নারী তাঁর স্বামীর বলে দাবি করেছেন। বিয়ষয়টি নিশ্চিত হতে ওই কবরস্থান থেকে দুটি লাশ তোলা হয়েছে। ওই দুটি লাশের ডিএনএ পরীক্ষা করা হবে। তবে চারটি লাশেরই ময়নাতদন্ত করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow