শেরপুরে একুশের প্রথম প্রহরে প্রভাতফেরি ও শহীদদের প্রতি শ্রদ্ধা

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক, জনগণের কন্ঠ
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় সেঁজুতি অঙ্গনে একুশে পাঠচক্র, সেঁজুতি বিদ্যানিকেতন ও উদীচী শিল্পীগোষ্ঠী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানের সঙ্গে খালি পায়ে প্রভাতফেরিতে অংশগ্রহণকারীরা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেঁজুতি অঙ্গনে ফিরে আসেন। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রভাতফেরিতে উপস্থিত ছিলেন সংস্কৃতিমান জয়জিৎ দত্ত শ্যামল, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, শিক্ষক শান্তি সাহা, সংগীত শিক্ষক মনি গাঙ্গুলি, গণমাধ্যমকর্মী অমিত চক্রবর্তী, শিক্ষক পুজা, তরুণ সংগঠক ইউসুফ জামিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নালিতাবাড়ীসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।
What's Your Reaction?






