শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান

Mar 6, 2025 - 14:51
 0  34
শেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে উচ্ছেদ অভিযান

তাওহিদুজ্জামান রেমান
সহ সম্পাদক, জনগণের কন্ঠ 

শেরপুর সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর আলোকে মহামান্য হাইকোর্টের নির্দেশে আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম. এ মুনীব এর নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার, পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাসসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। অভিযানে সেনাবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং শেরপুর জেলা পুলিশ লাইনস ও সদর থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।

অভিযানে মেসার্স আর ইউ বি জিগজ্যাগ ব্রিকস (নৌহাটা, তাতালপুর) ও মেসার্স এম এস অটো ব্রিকস-১ (মীরগঞ্জ) এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। উভয় ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow