নওগাঁর রানীনগরে মেসার্স রাহিদ ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

নওগাঁর রানীনগরে মেসার্স রাহিদ ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টায় রাণীনগর বাজার সংলগ্ন এ ইটভাটাতে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। ইটভাটাটি নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালের মালিকানাধীন। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই চলছিল ভাটাটি। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সকল ইটভাটাতে অভিযান পরিচালনা হচ্ছে। যে সব ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র নেই সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইনসহ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনোয়ার হোসেন হেলাল ২০২০ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেও নির্বাচিত হতে পারেননি। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে আনোয়ার হোসেন হেলাল এবং তার ছেলে রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান রাহিদ সরদার পলাতক রয়েছেন। তাদের দুজনের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

Mar 12, 2025 - 10:42
 0  7
নওগাঁর রানীনগরে মেসার্স রাহিদ ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow