নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক যুবক নিহত

১২,০৩,২০২৫

Mar 12, 2025 - 09:07
 0  21
নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে  এক যুবক  নিহত

ফিরোজ হোসাইন

নওগাঁ মহাদেবপুর প্রতিনিধি(জনগনেরকন্ঠ.কম)

নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আব্দুল্লাহ আল সামী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত রাত সারে ১০টারদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ছাতনতলি মুখইর মোড় নামক এলাকায়। নিহত আব্দুল্লাহ আল সামী হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপি'র সভাপতি রবিউল আলম বুলেট এর চাচাতো ভাই বিমানের ছেলে ও ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবং আহতরা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা যায়, নিহত আব্দুল্লাহ আল সামী তার ছোট ভাই সহ অন্যদের নিয়ে নিজে প্রাইভেট কার চালিয়ে ঘুরতে যায়। সেখান থেকে নিজ বাসা মহাদেবপুরে ফেরার পথে নওগাঁ টু পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড় নামক স্থানে পৌছালে রাস্তা ভাঙ্গা থাকায় প্রাইভেটকার টি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পরে যায়। এতে দূর্ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল সামী'র মৃত্যু হয় এবং অন্যরা আহত হোন। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাদের উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল সামীকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দেন। সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা প্রতিবেদককে বলেন, সংবাদ পেয়ে দূর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি যেহেতু একটি সড়ক দূর্ঘটনা, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুর খবর মহূর্তের মধ্যে ছড়িয়ে পরলে নিহতের পরিবার ও স্বজন তথা এলাকার লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow