নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ | ২৩ শাওয়াল ১৪৪৬ হিজরী |

Apr 22, 2025 - 14:35
Apr 22, 2025 - 15:03
 0  4
নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

মোঃ আনোয়ার উল্লাহ শরীফ 

জনগণের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন, ভোলা)

ভোলার চরফ্যাশনে নদী থেকে আব্দুল মালেক নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের সুলতানের খেয়া ব্রীজ সংলগ্ন এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা ভোলার বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের মৃত মকবুল আহাম্মদের ছেলে।

স্বজনরা জানান, নিহত বৃদ্ধা আব্দুল মালেক আবদুল্লাহপুর ইউনিয়নের মেয়ের শশুর বাড়ি থেকে বোরহানউদ্দিনে নিজ বাড়িতে ফেরার পথে তিনি নিখোঁজ হন। তার পারিবারের সদস্যরা অনেক খোঁজা খুঁজি করেও তার কোন সন্ধান পাননি। সোমবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নদী থেকে মরদেহ উদ্ধারের একটি পোষ্ট দেখে তারা মরদেহটি শনাক্ত করেন।

চর-কুকরি নৌ পুলিশের উপ-পরিদর্শক জ্ঞান কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

জনগণের কণ্ঠ.কম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow