চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার কত জানালেন সিইসি

০২ মার্চ ২০২৫

Mar 2, 2025 - 07:10
 0  7
চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার কত জানালেন সিইসি

নির্বাচন কমিশন (ইসি) ২০২৪ সালে নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া ভোটারসহ দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

রবিবার (২ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। ভোটার দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’। দিবসটি উপলক্ষে ইসি একটি আলোচনা সভার আয়োজন করেছে। পাশাপাশি মাঠপর্যায়ের অফিসগুলোও বিভিন্ন কর্মসূচি পালন করবে।জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি বছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়। এ দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর আগে, ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি

খসড়া তালিকায় ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হন, যার ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন এবং হিজড়া ভোটার ৯৯৪ জন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, খসড়া তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি গ্রহণ ও পর্যালোচনা শেষে নতুন ভোটার সংখ্যা ২০ লাখের বেশি বাড়তে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow