ভারতের পাঞ্জাবে বিস্ফোরণ হয়েছে পাকিস্তানি ড্রোন

১৩/০৫/২০২৫

May 13, 2025 - 00:11
 0  9
ভারতের পাঞ্জাবে বিস্ফোরণ হয়েছে  পাকিস্তানি ড্রোন

রত-পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংঘর্ষবিরতির ঘোষণা অগ্রাহ্য করে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং পশ্চিম সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। সোমবার রাতে সাম্বা এবং আখুনর সেক্টরে ভারতীয় আকাশসীমায় ড্রোন প্রবেশ করে বলে সেনা সূত্রে জানা গেছে।

সোমবার (১২ মে) রাত সাড়ে ১০ টার দিকে এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা

প্রতিবেদনে জানানো হয়েছে, উধমপুরে ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড সদর দফতর এবং নিকটবর্তী বিমানঘাঁটির আকাশেও ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ড্রোনের এই গতিবিধি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরই মধ্যে পাঞ্জাবের সীমান্তবর্তী হোশিয়ারপুর এলাকায় একটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, সাম্বার আকাশে ড্রোনের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স ইউনিট প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় এবং পাল্টা গুলি চালায়। গুলির পর ড্রোনগুলিকে আর দেখা যায়নি।

উল্লেখ্য, শনিবার বিকেলে ভারত ও পাকিস্তান উভয় দেশই পৃথকভাবে বিবৃতি দিয়ে সংঘর্ষবিরতিতে সম্মতির কথা জানিয়েছিল। তবে তারপরও সীমান্তে পাক ড্রোনের হানা এবং অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠছে ধারাবাহিকভাবে।

এই প্রেক্ষাপটে সোমবার বিকেলে ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই হটলাইনে কথা বলেন পাকিস্তানি সেনাবাহিনীর ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল কাশিফ আবদুল্লার সঙ্গে। বৈঠকের পরও পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি।

এদিকে, সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। ইসলামাবাদের অনুরোধে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে মাত্র। ভারত পরিস্থিতির ওপর কঠোর নজর রাখছে।”

সীমান্তে এই নতুন করে উত্তেজনা পরিস্থিতির মোড় কোনদিকে নিয়ে যায়, সে দিকে নজর রাখছে গোটা দেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow