বদলগাছীর পাহাড়পুরে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডার চুরি।

Jul 3, 2025 - 19:23
 0  19
বদলগাছীর পাহাড়পুরে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডার চুরি।
1 / 1

1. বদলগাছীর পাহাড়পুরে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডার চুরি।

মাওলানা রেজাউল করিম নওগাঁ
জেলা প্রতিনিধি


নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে অভিনব কায়দায় এলপিজি গ্যাস সিলিন্ডার চুরির ঘটনা ঘটেছে। 

২ জুলাই,বুধবার দুপুর আড়াইটার সময় পাহাড়পুর বৌদ্ধ বিহার যাদুঘর গেইট সংলগ্ন মোঃ নুর হাসানের দোকানে চুরির এ ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে দোকান মালিক নুর হাসান জানান,সাদা গেঞ্জি পরিহিত এক আমার দোকানে এসে জামালগঞ্জ ব্র‍্যাক অফিসের চাকুরিজীবী পরিচয় দিয়ে বলে যে,তার দুটা এলপিজি গ্যাস সিলিন্ডার প্রয়োজন।একথা বলে নুর হাসানের পরিচিত ভ্যানে সিলিন্ডার তুলে নিয়ে বলে যে জামালগঞ্জ গিয়ে নতুন গ্যাস ভর্তি সিলিন্ডার নামিয়ে নিয়ে ঐ ভ্যানেই পুরনো সিলিন্ডার পাঠিয়ে দেবে ও সিলিন্ডারের টাকা দিবে।

তারপর ভ্যানেকরে জামালগঞ্জ বাজারে ব্র‍্যাক অফিসের সামনে গিয়ে সাদা গেঞ্জি পরিহিত প্রতারক যুবক গ্যাস সিলিন্ডার নিয়ে সুকৌশলে সটকে পড়ে।

পরবর্তীতে ব্র‍্যাক অফিসের সিসি ক্যামেরায় বিস্তারিত ধরা পড়লে ও চোর সণাক্ত করে তাকে ধরা সম্ভব হয়নি।

এ বিষয়ে দোকান মালিক নুর হাসান জানান,সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে চোর সণাক্ত করে উক্ত গ্যাস সিলিন্ডার ফিরে এনে চোরের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow