নালিতাবাড়ী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

Jul 11, 2025 - 16:02
Jul 11, 2025 - 16:12
 0  8
নালিতাবাড়ী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক | জনগণের কন্ঠ 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী নারী ও শিশুসহ ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে পানিহাতা সীমান্তের ১১১৮ নম্বর পিলারের কাছাকাছি এলাকা থেকে পুশইন অবস্থায় তাদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, রামচন্দ্রকুড়া বিওপির বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলেন—সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আল আমিন (২৯), মৃত গাফফার আলীর ছেলে বাবু আলী (২৩), মৃত আমজাদ আলীর স্ত্রী সখিনা বেগম (৫০), মৃত গাফফার আলীর স্ত্রী সোনা বানু (৪৫), আলম আমীনের ছেলে কাজল (২৪), জামালের স্ত্রী ফাতেমা (২১), আল আমিনের সাত বছর বয়সী ছেলে আদিল, সাত মাস বয়সী অপর ছেলে ইয়ামিন, জামালের তিন বছর বয়সী কন্যা লামিয়া এবং অপর কন্যাশিশু রাবিয়া।

সূত্র জানায়, প্রায় দুই বছর আগে তারা অবৈধভাবে ভারতের দিল্লির ফরিদাবাদে যান আমজাদ আলীর চিকিৎসার জন্য। পরে জামাল নামের একজন মারা গেলে বাকিরা সেখানেই থেকে যান এবং শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি স্থানীয় লোকজন তাদের ভারতীয় পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করলে শুক্রবার ভোরে পানিহাতা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়।

পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে আইনি প্রক্রিয়ায় নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow