বগুড়ায় শিবগঞ্জ পারিবারিক কন্দলে ১ কৃষকের মৃত্যু

১৩/০৫/২০২৫

May 13, 2025 - 00:04
 0  7
বগুড়ায়  শিবগঞ্জ  পারিবারিক কন্দলে ১ কৃষকের মৃত্যু

গোলাম রব্বানী তালুকদার

 শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জনগনেরকন্ঠ.কমঃ

বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ীর সীমানা প্রাচীর নিয়ে বিরোধ এক কৃষককে পিটিয়ে হত্যা। ২ বসত বাড়ীতে অগ্নি সংযোগ উৎসুক জনতা কর্তৃক ২ বাড়ির দরজা জানালা, টিভি, ফ্রিজও আসবাবপত্র লুটপাট। গৃহ বধুসহ ৪ জন আহত। ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা। থানার মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত বাটু মিয়ার ছেলে কৃষক মাসুদ (৩২) এর সঙ্গে একই গ্রামের ওসমান গাছুর ছেলে আব্দুল মতিন এর সঙ্গে বসত বাড়ীর সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে উভয় পক্ষের মধ্যে গত ১১ মে বিকালে বাকবিতন্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে আব্দুল মতিন ও তার শ্বশুড় বাড়ীর লোকজনদের সহযোগিতায় কৃষক মাসুদ এর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন বগুড়া শজিমেকে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মাসুদ মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল সোমবার সকালে এলাকার উৎসুক জনতা একত্রিত হয়ে আব্দুল মতিনের বসত বাড়ীর দরজা-জানালা খুলে নিয়ে যায় এবং আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে উক্ত বাড়িতে অগ্নি সংযোগ করে। একই গ্রামের আব্দুল মতিনের শ্বশুড় ইয়াকুব আলীর বাড়ীতে একই কায়দায় উৎসক জনতা বসত বাড়ীতে লুটপাত ও অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। এসময় গৃহবধু আমেনা বেগম, শিফা বেগম, আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম আহত হয়। এব্যাপারে নিহত মাসুদ এর স্ত্রী মাকসুদা বেগম বলেন, আমরা অসহায় গরীব মানুষ। আমাদের বাড়ীর পার্শ্বে কয়েকটি আম গাছ রয়েছে। আব্দুল মতিন প্রভাবশালী হওয়ার কারণে আমারে গাছ জোরপূর্বক উঠে ফেলে প্রাচাীর নির্মাণ করতে চান। আমরা তার কাজে বাধা দিয়ে তারা ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে মারা যায়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় ইসমত আরা বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow