শেরপুরের উন্নয়নে কাজ করতে চাই — সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ডা. প্রিয়াঙ্কা

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক | জনগণের কণ্ঠ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ (সদর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রবিবার (৬ জুলাই) দুপুরে শেরপুর শহরের মাধবপুর মহল্লায় নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন সদস্য সচিব এ বি এম মামুনুর রশীদ পলাশ।
সভায় ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “শেরপুর বাংলাদেশের একটি অনগ্রসর জেলা। উন্নয়নের ক্ষেত্রে এখানকার মানুষ বঞ্চিত। গত ৪৩ বছরে বিএনপি সদর আসনে কোনো এমপি দিতে পারেনি। ২০১৮ সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলেও বাধার মুখে পড়তে হয়েছিল।” তিনি অভিযোগ করে বলেন, “তৎকালীন এমপি প্রচারে বাধা দেন, গাড়ি ভাঙচুর ও কর্মীদের পুলিশি হয়রানি করা হয়।”
ডা. সানসিলা আরও বলেন, “ভবিষ্যতে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে এবং আমি এমপি নির্বাচিত হতে পারলে, শেরপুরের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থাকতে চাই। আমি আহ্বান জানাই—শেরপুরবাসী বিএনপির পাশে থাকুন।”
সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন, জাফর আলী, হাসানুর রেজা জিয়া, মো. রমজান আলী, মো. রেজাউল করিম রুমি, কৃষক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম গোল্ডেন, উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব আওয়াল সরকার প্রমুখ।
সভায় শেরপুর প্রেসক্লাব সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সভাপতি আসাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নানসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এখনো কিছু সরকারি দপ্তরে নিরপেক্ষতা না থেকে পূর্ববর্তী সরকারের মনোনীত ব্যক্তিদের প্রভাব বিদ্যমান, যা প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।
What's Your Reaction?






