শিবগঞ্জে মক্ষি রাণী রুলিসহ আটক চার

শিবগঞ্জে মক্ষি রাণী রুলিসহ আটক চার
শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি(বগুড়া):
বগুড়ার শিবগঞ্জে মক্ষি রাণী রুলিসহ চার জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার
শিশু পার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিম পাড়া গ্রামের মক্ষি রাণী রুলি বেগম (৩৫), খুলনার বিথি আক্তার (২৪), শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার সাথী আক্তার (৩৫) ও কাজিতলা এলাকার আব্দুল আলিম (২৭)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আটককৃতরা শিশুপার্ক এলাকায় একটি ভাড়া বাড়িতে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, গোপন সূত্রে জানতে পারি যে, আটকৃতরা অসামাজিক কার্যকলাপ পরিচালনা করেছে। অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ চলমান রয়েছে।
What's Your Reaction?






