নালিতাবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

তাওহিদুজ্জামান রোমান | শেরপুর জেলা প্রতিনিধি
নিবন্ধনবিহীন একটি ফেসবুক পেজ ‘সত্য খবর ২৪ (SK TV)’-তে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানোর অভিযোগে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা ও নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।
রোববার (৬ জুলাই) রাতে শেরপুরের নালিতাবাড়ী শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার চত্বরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুর রহমান অভিযোগ করেন, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী বেগম মতিয়া চৌধুরীর ড্যামি প্রার্থী হিসেবে সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেন। তার ভাষ্য, ওই সময় সাঈদ আঙ্গুর আওয়ামী লীগের আর্থিক সহায়তায় নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বর্তমানে ‘জনতার দল’ নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে এলাকায় প্রচারণা চালাচ্ছেন।
তিনি বলেন, বিএনপি’র ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সাঈদ আঙ্গুর তার মালিকানাধীন ‘এসকে টেলিভিশন’ নামের একটি অনিবন্ধিত ফেসবুক পেজ থেকে তার (মিজানুর রহমানের) বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, আমি ১৯৯৪ সালে উপজেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক, পরে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ বিলুপ্ত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম। ৫ আগস্টের আগ পর্যন্ত রাজনৈতিক কারণে একাধিক মামলায় হয়রানির শিকার হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলাম এবং কোনো ব্যবসা-বাণিজ্যও করতে পারিনি। এরপর থেকে বৈধভাবে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছি।
তার অভিযোগ, উক্ত ফেসবুক পেজে এমন কিছু ব্যক্তিদের দিয়ে তার বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করানো হচ্ছে, যারা মাদক ও চোরাকারবারে জড়িত বলে তিনি দাবি করেন। লিখিত বক্তব্যে সাঈদ আঙ্গুরের অতীত ও বর্তমান কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম জিন্নাহ, মোজাম্মেল হক, শহর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ মোহাম্মদ কাঞ্চন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবীরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাঈদ আঙ্গুরের গ্রেফতারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেন।
এই বিষয়ে জনতার দল ময়মনসিংহ বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর বলেন, সত্য খবর ২৪ (SK TV) স্যাটেলাইট সম্প্রচারের জন্য বাংলাদেশ সরকারের কাছে নিবন্ধনের আবেদন করা হয়েছে। পাশাপাশি পেজ পরিচালনার জন্য সরকারি অনুমোদিত ই-ট্রেড লাইসেন্স গ্রহণ করা হয়েছে, যার নম্বর TRAD/DNCC/041980/2024। মিজানুর রহমান চেয়ারম্যানের বিরুদ্ধে আমাদের কাছে প্রয়োজনীয় সব ধরনের তথ্যপ্রমাণ রয়েছে। সে ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা হয়েছে।
What's Your Reaction?






