ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত অন্তত ৮১

১৫/০৫/২০২৫

May 14, 2025 - 23:59
 0  0
ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত অন্তত ৮১

মধ্যরাতে গাজায় ইসরায়েলের ব্যাপক হামলায় হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ৫১ জন উত্তর গাজার।

বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন ৩০ জন ফিলিস্তিনি। হাসপাতালে হামলার কয়েক ঘণ্টা পরই উত্তর গাজায় হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন অন্তত ৫১ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজায় হামলা তীব্রতর করেছে এবং মধ্যরাত থেকে কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে চিকিৎসকরা ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন।

এতে বলা হয়, দক্ষিণ গাজার ইউরোপীয় এবং নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জনকে হত্যা করার কয়েক ঘণ্টা পরেই সর্বশেষ হামলাগুলো শুরু হয়েছে। হাসপাতালে হওয়া ওই হামলায় নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকও রয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow