প্রেসক্লাব নালিতাবাড়ীর ইফতার মাহফিল: সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে প্রেসক্লাব নালিতাবাড়ী আয়োজন করেছিল এক অনন্য ইফতার মাহফিল। গত রবিবার (২৩ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই মাহফিলে সংগঠনের সদস্যরা নীল পাঞ্জাবি পরিধান করেন, যা সহকর্মীদের মধ্যে সৌহার্দ্যের প্রতীক হয়ে ওঠে।
প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল এর সভাপতিত্বে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি এবং বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
সাধারণ সম্পাদক ও জিটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম মনির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা ও বাংলাভিশন ও দৈনিক যুগান্তর প্রতিনিধি এমএ হাকাম হীরা, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সামেদুল ইসলাম তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও বৈশাখী টিভি প্রতিনিধি বিপ্লব দে কেটু, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুল মোমেন, দপ্তর ও প্রচার সম্পাদক ও দেশ টিভি প্রতিনিধি মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, কল্যাণ সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ও দৈনিক খবর প্রতিনিধি মঞ্জুরুল আহসান মঞ্জু, কার্যকরী সদস্য ও দৈনিক ঊষার বাণী প্রতিনিধি মুনীরুজ্জামান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আল হেলাল, দৈনিক দিনকাল প্রতিনিধি আমিরুল ইসলাম, দৈনিক সমকাল প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক গণমুক্তি প্রতিনিধি আজিনুর রহমান, দৈনিক সকালের সময় প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক দেশের পত্র প্রতিনিধি দৌলত হোসেন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি অভিজিৎ সাহা, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মেহেদী হাসান সাকিব, দৈনিক লাল সবুজের দেশ প্রতিনিধি রবিউল ইসলাম মণ্ডল, দৈনিক পল্লীকণ্ঠ প্রতিনিধি মনোয়ার হোসেন, বাংলার কাগজ প্রতিনিধি আতিকুর রহমান, দৈনিক এশিয়া বাণী প্রতিনিধি মনজুরুল হক, দৈনিক খবরপত্র প্রতিনিধি আল আমিন, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি পুলক রায়, দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, দৈনিক প্রথম প্রহর প্রতিনিধি সারোয়ার হোসাইন, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি তাওহিদুজ্জামান (রোমান), দৈনিক ভোরের কণ্ঠ প্রতিনিধি উসমান ফারুকসহ সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রেসক্লাব নালিতাবাড়ীর এ আয়োজন শুধু ইফতার মাহফিলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করেছে।
What's Your Reaction?






