জাঁকজমকপূর্ন ভাবে পর্দা উঠল হ্যালিপেড প্রিমিয়ার লীগ
নাজমুল হুদা,জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় আসর হ্যালিপেড প্রিমিয়ার লীগ HPL এর ১ম আসর অত্যন্ত জাঁকজমকপূর্ন অনুষ্ঠানে পর্দা উঠল ঐতিহাসিক হ্যালিপেড মাঠে।
বনরূপা জাগ্রত যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে আট দল অংশগ্রহণ করবে।আইপিএলের আদলে গড়া এই টুর্নামেন্ট নিয়ে গাজীপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে।উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বয়সকম রক্ত গরম একাদশ বনাম এসএম সুপারস্টার একাদশ।
বনরূপা জাগ্রত যুব সংঘের সভাপতি,শ্রীপুর পৌর ৩নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি শাহিন সরকার বলেন,খেলাধুলার মাধ্যমে একমাত্র মাধ্যম যেখানে যুবসমাজকে নেশা,মোবাইল,বাজে আড্ডা থেকে ফিরিয়ে আনা যায়।যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে আমাদের প্রচেষ্টা সফল বলে আমি বিশ্বাস করি।
হ্যালিপেড প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠানে শাহিন সরকারের সভাপতিত্বে,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক শরীফ সিদ্দিকী,শ্রীপুর পৌর ৩নং ওয়ার্ড সভাপতি বাতেন সরকার,সাধারন সম্পাদক এমদাদ মন্ডল,শ্রীপুর পৌর মৎসজীবী দল সভাপতি বশির সিদ্দিকী,সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
What's Your Reaction?






