মন্তব্য করল না ভারত
রবিবার, ১১ মে ২০২৫

রাফাল যুদ্ধবিমান প্রসঙ্গে মন্তব্য করেনি ভারতীয় সামরিক বাহিনী। বরং বিষয়টি এক অর্থে এড়িয়ে গেলেন কর্মকর্তারা। যুদ্ধবিরতি ঘোষণার পর প্রথমবারের মত সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। পাকিস্তানের দাবি রাফালসহ একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। বিষয়টি নিয়েই জানতে চান সাংবাদিকরা।
সাংবাদিকের প্রশ্নে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, ‘আমি খুশি যে আপনি এ প্রশ্নটি করেছেন। দেখুন আমরা একটা যুদ্ধ পরিস্থিতিতে আছি। আর ক্ষয়ক্ষতি যে কোনও এরই অংশ।’বিবিসি এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, ‘আসলে যে প্রশ্নটা আমাদেরকে করা উচিত, তা হল আমরা কি লক্ষ্য অর্জন করতে পেরেছি? সন্ত্রাসীদের ঘাঁটিগুলো নির্মূল করার মূল লক্ষ্য যেটা ছিল, সেটা কি আমরা পূর্ণ করতে পেরেছি? এর উত্তর হলো হ্যাঁ – আর তার পরিণামও সারা পৃথিবীর সামনেই রয়েছে।’
ভারতীয় আরও বলেন, ‘এখন যদি বিস্তারিতভাবে বলার কথা বলেন, কী ঘটে থাকতে পারে, সংখ্যা কতগুলো, কোন প্ল্যাটফর্ম, আমরা কিছু হারিয়েছি কি না – এই মুহূর্তে আমি সেগুলো নিয়ে কিছু মন্তব্য করতে চাই না। ’ তিনি বলেন, ‘তার কারণ হল আমরা এখনও যুদ্ধ পরিস্থিতিতেই আছি। আমি যদি এগুলো নিয়ে কোনও মন্তব্য করি তাতে আমাদের প্রতিপক্ষেরই সুবিধা হবে। ফলে তাদেরকে আমরা এই পর্যায়ে কোনও সুবিধা দিতে চাই না। আমি শুধু এটুকুই বলব যে আমরা যে লক্ষ্য বেছে নিয়েছিলাম তা অর্জন করেছি এবং আমাদের সব পাইলটই নিরাপদে ফিরে এসেছেন।’পাকিস্তানের দাবি তিনটি রাফালসহ ভারতের মোট পাঁচটি ফাইটার জেট ভূপাতিত করেছে। ভারতের পাঞ্জাবে একটি কৃষিক্ষেত থেকে রাফালের ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। এ সংক্রান্ত একাধিক ভিডিও গণমাধ্যমে এসেছে।
What's Your Reaction?






