হাজী নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, আটক ১৮

Jul 15, 2025 - 20:58
Jul 15, 2025 - 21:24
 0  164
হাজী নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, আটক ১৮

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক | জনগণের কন্ঠ 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাজী নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একাদশ শ্রেণির দুই পরীক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। সংঘর্ষে ক্ষুরাঘাতে গুরুতর আহত হয় শাকিল নামের এক শিক্ষার্থী। এছাড়া, লাঠিসোটা ও দেশীয় অস্ত্রের মুখে কয়েক ঘণ্টা কলেজের শিক্ষক ও ছাত্রনেতারা অবরুদ্ধ থাকেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকায় কলেজ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত শাকিলকে গুরুতর অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চলমান একাদশ শ্রেণির পরীক্ষার সময় নন্নী উত্তরবন্দ গ্রামের পরীক্ষার্থী ফরহাদ হোসেন ও একই শ্রেণির খালভাঙ্গা এলাকার পরীক্ষার্থী আমিনুল ইসলাম আকাশের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে আকাশ বেঞ্চের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হলে উভয়ের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়। একপর্যায়ে ফরহাদের বন্ধু শাকিল বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আকাশ কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারকে খবর দেন। পরে মুক্তার তার অনুসারীদের নিয়ে কলেজে আসেন।

এ সময় বহিরাগতরা শাকিলকে মারধর করে এবং ক্ষুরাঘাত করে আহত করে। ঘটনাটি ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী ছাত্রদল সভাপতি ও তার সঙ্গে আসা অন্যদের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তারা কলেজের অফিস কক্ষে আশ্রয় নেয়।

এদিকে, বিক্ষুব্ধ জনতা ছাত্রনেতাদের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় জনপ্রতিনিধি এবং নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসানা আল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ চেষ্টার পর বিকেল সাড়ে চারটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কলেজের চারজন শিক্ষার্থীসহ বহিরাগত মোট ১৮ জনকে আটক করেছে পুলিশ।

২নং নন্নী ইউনিয়নের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ জানান, পরীক্ষা চলাকালে শহর থেকে আসা এক পরীক্ষার্থী স্থানীয় এক পরীক্ষার্থীকে লাথি মারেন। পরে তার প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। এরপর বহিরাগতরা এসে শাকিল নামের ওই স্থানীয় শিক্ষার্থীকে মারধর ও রক্তাক্ত করে।

তিনি অভিযোগ করে বলেন, ছাত্রশিবির এবং পতিত আওয়ামী লীগ সরকারের কতিপয় বহিরাগত ব্যক্তিরা পরিকল্পিতভাবে কলেজে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।

নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসানা আল আলম বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow