শিবগঞ্জে ২১৮ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী হান্নান আটক

মোঃ গোলাম রব্বানী তালুকদার,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২১৮ পিচ ইয়াবাসহ ৩১ হাজার ৬০০ টাকা জব্ধ, ইয়াবা ব্যবসায়ী আটক । গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পৌর এলাকার রাঙ্গামাটিয়া গ্রামে পুলিশ অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
জানা যায়, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান এর দিক নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে বৃস্পতিবার গভীর রাতে পৌর এলাকার রাঙ্গামাটিয়া গ্রামে পুলিশ অভিযান পরিচালনা করেন। ওই গ্রামের মৃত হাতেম আলী ছেলে হান্নান (৪৫) এর বসত বাড়িতে তল্লাশী করার সময় ২১৮ পিচ ইয়াবাসহ ৩১ হাজার ৬০০ টাকা জব্ধ করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হান্নান (৪৫) করে পুলিশ।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ২১৮ পিচ ইয়াবাসহ ৩১ হাজার ৬০০ টাকা জব্ধ করা হয় ও ব্যবসায়ী হান্নান (৪৫) কে আটক করা হয়। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






