ঝিনাইগাতীতে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় ৩ শিশু শিক্ষার্থী নিহত

Jul 13, 2025 - 22:09
Jul 14, 2025 - 12:09
 0  25
ঝিনাইগাতীতে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় ৩ শিশু শিক্ষার্থী নিহত

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক | জনগণের কন্ঠ 

শেরপুরের ঝিনাইগাতীতে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের চাপায় তিন শিশু মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকেলে উপজেলার রাংটিয়া জামে মসজিদের সামনে সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বড় রাংটিয়া গ্রামের দেওয়ানী পাড়ার গোলাপ হোসেনের ছেলে সাকিবুল (৮), জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (৯) ও সাহেব আলীর ছেলে আমিন (৭)। তারা সবাই স্থানীয় মারকাযুত তাকওয়া হেফজ মাদ্রাসার ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মাদ্রাসা শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আমিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow