জমি দখলের অভিযোগ ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে তিন পরিবারের সংবাদ সম্মেলন

Jul 20, 2025 - 19:33
Jul 20, 2025 - 20:13
 0  10
জমি দখলের অভিযোগ ও মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে তিন পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমম্মুড়া গ্রামে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তিন ভুক্তভোগী পরিবার।

শনিবার (২০ জুলাই) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী মধুটিলা ইকোপার্কের তথ্যকেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের সম্মতিক্রমে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আনোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন তার স্বজনরা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পশ্চিম সমম্মুড়া গ্রামের মৃত বয়েজ উদ্দিনের তিন কন্যা—কদবানু, তারা বানু ও আমেনা খাতুন—পিতার ওয়ারিশ সূত্রে ৩০ শতাংশ করে জমি পান। ভাইদের প্রতি সহমর্মিতা দেখিয়ে আরও কিছু জমির দাবি পরিত্যাগ করেন তারা। কিন্তু একই এলাকার জালাল উদ্দিন ও মর্তুজ আলী, যারা বয়েজ উদ্দিনের দুই ছেলে, সম্প্রতি জোরপূর্বক ছোট দুই বোনের ৬০ শতাংশ জমি দখল করেন। এরপর কদবানুর নামে থাকা জমির দিকেও নজর দেন তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, নিঃসন্তান কদবানু মৃত্যুর আগে তার ভাতিজা শামছুল হককে সন্তানস্নেহে জমি রেজিস্ট্রি দলিলমূলে হেবা করে দেন। শামছুল হকও ওই জমির খারিজসহ সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ভোগদখলে ছিলেন। শামছুল হক দীর্ঘদিন তাকে সেবা-শুশ্রূষা ও চিকিৎসাসেবা প্রদান করেন। একপর্যায়ে চিকিৎসার খরচ জোগাতে জমিটি মামা মর্তুজ আলীর কাছে বন্ধক দেন। পরবর্তীতে শামসুল হক টাকা ফেরত দিতে চাইলে মর্তুজ আলী সেই টাকা ফেরত না নিয়ে উল্টো জমির দখল দাবি করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, এ নিয়ে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় একাধিক শালিশ হলেও সমাধান হয়নি। বরং গত ১৬ জুলাই মর্তুজ আলী শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শামছুল হক ও স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। একদিন পর ১৭ জুলাই শামছুল হকসহ কয়েকজনের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়।

শামছুল হকের দাবি, ওই মামলায় বিএনপি নেতা মজিবর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইউপি সদস্য আনসারুল হক ও মুসলিম উদ্দিনকেও জড়ানো হয়েছে—যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, তাদের মালিকানাধীন জমি দখলের অপচেষ্টার পাশাপাশি একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত মালিকদের দখল নিশ্চিত ও হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow