বগুড়া শিবগঞ্জের রহবলে ৫০ বোতল ফেনসিডিলসহ স্ত্রী স্বপ্না ও স্বামী মোজাম্মেল হক গ্রেফতার

Jul 22, 2025 - 12:36
 0  16
বগুড়া শিবগঞ্জের রহবলে ৫০ বোতল ফেনসিডিলসহ স্ত্রী স্বপ্না ও স্বামী মোজাম্মেল হক গ্রেফতার
বগুড়া শিবগঞ্জের রহবলে ৫০ বোতল ফেনসিডিলসহ স্ত্রী স্বপ্না ও স্বামী মোজাম্মেল হক গ্রেফতার

বগুড়া শিবগঞ্জের রহবলে ৫০ বোতল ফেনসিডিলসহ স্ত্রী স্বপ্না ও স্বামী মোজাম্মেল হক গ্রেফতার 

 

মোঃ গোলাম রব্বানী তালুকদার, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি (বগুড়া):র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়ার অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহন কালে ৫০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 এরই ধারাবাহিকতায় গত রবিবার ২০ জুলাই র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া শিবগঞ্জ উপজেলার রহবল বাজারের ফ্লাই ওভারের পূর্ব পার্শ্বে জনৈক মোঃ মুনজু মিয়ার চায়ের দোকানের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব ১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় গত রবিবার ২০ জুলাই বিকালে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি চৌকস আভিযানিক দল বগুড়া শিবগঞ্জ উপজেলার রহবল বাজারের ফ্লাই ওভারের পূর্ব পার্শ্বে জনৈক মুনজু মিয়া এর চায়ের দোকানের ভিতর অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল এবং মাদক ব্যাবসার কাজে ব্যাবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোন, ১টি সিম ও নগদ ২,৩৬০/- টাকা জব্দ করা হয়।  

গ্রেফতারকৃত আসামিরা মোছাঃ স্বপ্না বেগম (২৯), স্বামী মোঃ মোজাম্মেল হক, সাং কুর্শাখালী, বুচকী আবাসন, ইউপি খানপুর, ০৭ নং ব্লক, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর, মোঃ মোজাম্মেল হক (৩৮) পিতা মৃত মোঃ নাজমুল হক, সাং- কুর্শাখালী, বুচকী আবাসন, ইউপি - খানপুর, ০৭ নং ব্লক, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর।   

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগন দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। 

 গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow