ইমামকে খালিহাতে জোরপূর্বক বিদায় করেছেন জালেম কমিটি। এ যেন মামার বাড়ির আবদার। এ কাজে কমিটির সহযোগী ছিলেন স্থানীয় কিছু পাতিনেতা এবং কাসিমপুর থানার ওসি।
ভুক্তভোগী ইমাম শানে সাহাবার দ্বারস্থ হন। আমরা প্রথমে কমিটিকে, পরে এ বিষয়ে ওসিকে ন্যায়বিচারে অনুরোধ করি। তারা আমাদের কথা কেউই শোনেন নি। আমরাও নাছোড়বান্দা। নীচের চেয়ারে ব্যর্থ হলে, উপরের চেয়ারে নক করা আমাদের সাংগঠনিক রুলসের অংশ। এখানেও আমরা সেটাই করি।
ওসির বিরুদ্ধে অভিযোগ করি পুলিশ কমিশনার গাজীপুরের কাছে। ফলাফল যা হবার তাই হল। পুলিশ কমিশনারের নির্দেশে ওসির টনক নড়লো। ইমাম সাহেব পেলেন তাঁর ন্যায্য ক্ষতিপূরণ।
ছবি; গতকাল ইমামের পক্ষে নগদ ক্ষতিপূরণ আদায়ের পর কাসিমপুর থানার সামনে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন এর থানা দায়িত্বশীলগণ।
বিশেষ শুকরিয়া মাননীয় উপ-পুলিশ কমিশনার গাজীপুরকে। [নর্থ]
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন।