সংবাদ প্রতিবেদন: ১২ বছর ধরে ভাঙা ঘরে মানবেতর জীবন রহিমা বিবির

1. সংবাদ প্রতিবেদন: ১২ বছর ধরে ভাঙা ঘরে মানবেতর জীবন রহিমা বিবির
লক্ষ্মীপুর, ২২ জুলাই ২০২৫:
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (নান্দিয়ারা গ্রামে) মানবেতর জীবনযাপন করছেন ৬০ বছর বয়সী স্বামীহারা রহিমা বিবি। দীর্ঘ ১২ বছর ধরে তিনি একটি ভাঙা টিনের ঘরে বসবাস করছেন। বর্ষা এলে ঘরের ছাউনি চুইয়ে পড়ে পানি, শীতে গায়ে দেওয়ার মতো পর্যাপ্ত কাপড় নেই, আর গরমে জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েন এই অসহায় বৃদ্ধা।
স্বামী হারা বৃদ্ধ মহিলার, স্থানীয় মানুষের সাহায্যে কখনো একবেলা খাবার জোটে, আবার অনেক সময় না খেয়েই থাকতে হয়।
স্থানীয় বাসিন্দা আলম হোসেন বলেন, “রহিমা বিবি খুব কষ্টে আছেন। ওনার ঘর একদম ভাঙাচোরা। আমরা অনেকবার অনেকের কাছে বলেছি, কিন্তু এখনো কোনো সাহায্য পায়নি।”
বিষয়টি নিয়ে ভাটরা ইউনিয়ন পরিষদের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “আমরা রহিমা বিবির সমস্যার কথা জানি। আমাদের তালিকায় উনার নাম আছে, তবে সরকারি ঘরের সংখ্যা সীমিত হওয়ায় এখনো ঘর দেওয়া যায়নি।”
এমন অসংখ্য রহিমা বিবির কাহিনি ছড়িয়ে আছে দেশের আনাচে-কানাচে। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন ও সমাজের সামর্থ্যবান মানুষদেরও উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যেন অন্তত একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত হয় তাদের জন্য।
প্রতিবেদক: [মোঃ নাছির উদ্দিন ]
রামগঞ্জ- উপজেলা প্রতিনিধি [জনগণের কন্ঠ ]
What's Your Reaction?






