৪০ বছর যাবত বৈষম্যের শিকার
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ
আনোয়ার উল্লাহ শরিফ
জনগণের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)
অবহেলিত শিক্ষক সমাজ
অনেক দেশেই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক মহোদয় গনের এ রুপ বা এ মানের মর্যাদায় নিয়োগে দায়িত্ব পালন করে যাচ্ছেন ও নিয়োগের আইন অনুযায়ী সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন। তাই এ দাবি ন্যায্য দাবী। আমিও এ দাবীর সাথে এক মত পোষন করছি। এ দাবি পূরন হোক। অন্য দিকে, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক মহোদয় গন ৪০ বছর যাবৎ একই ক্যাটাগরিতে দ্বায়িত্ব পালন করে আসছেন তাদের কোন বেতন নেই। দ্বায়িত্ব 100% আর বেতন 00%. বড় দুঃখ জনক। পৃথিবীতে আশ্চর্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। যা বাংলাদেশের সরকার ৪০ বছর পর্যন্ত বিনা বেতনে এত বড় বৈষম্য রেখে শিক্ষক মহোদয় গনকে দ্বায়িত্ব পালনে নিয়োজিত রেখেছেন। তাই আর নয়। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক মহোদয় গনকেও উপরোল্লিখিত তথ্যাদি ও ক্যাটাগরিতে জাতীয় করন করে তাদের ন্যায্য মর্যাদা প্রদান করা হোক।
জনগণের কন্ঠ.কম
What's Your Reaction?